Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ১৬ ১৪৩১, শনিবার ০১ মার্চ ২০২৫

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

ফাইল ছবি

অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এ’এবং ‘বি’ ইউনিটের ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড.হোসেন আল মামুন, পরীক্ষা কেন্দ্রের আহবায়ক ও শাবিপ্রবি হতে আগত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক কর্মকান্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। শাবিপ্রবিকেও ধন্যবাদ আমাদের এখানে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার জন্য।

যবিপ্রবি কেন্দ্রের আহবায়ক ও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার বলেন,অত্যন্ত সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকে শাবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিলো সন্তোষজনক। সকালে ১১ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩০৫৮ জন কিন্তু উপস্থিত ছিলো ২৫৫৬ জন। ‘বি’ ইউনিটের উপস্থিতির হার ছিলো শতকরা ৮৩ দশমিক ৫৮। বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩৭৯৩ জন কিন্তু উপস্থিত ছিলো ৩০৩৭ জন। ‘এ’ ইউনিটের উপস্থিতির হার ছিলো ৮০ দশমিক ০৭। অনুষ্ঠিত পরীক্ষায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের দুর্দশা লাঘবে যশোর শহরের পালপাড়ি থেকে শাটল বাসের ব্যাবস্থা করে যবিপ্রবি। শুক্রবার সকাল ১১ টায় ‘বি’ ইউনিটের এবং বিকাল ৩ টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও জেলা সমিতিগুলো শিক্ষার্থীদের বিভিন্ন রকম সহায়তা প্রদান করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer