Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৫ ১৪৩১, সোমবার ৩১ মার্চ ২০২৫

স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ২৭ মার্চ ২০২৫

প্রিন্ট:

স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাং

ফাইল ছবি

স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ করে দি‌য়ে নতুন নীতিমালা জা‌রি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্টার্টআপরা বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য ১০ হাজার মার্কিন ডলার বা সমতুল্য বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে।

বৃহস্প‌তিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ (এফইআইডি) থেকে এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার ইউএস ডলার বা সমতুল্য বৈদেশিক মুদ্রা বিদেশে একটি মাত্র কোম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে। এ অনুমতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ এর অধীনে প্রদান করা হয়েছে। নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিট্যান্স পাঠাতে পারবে।

পরিপত্র অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদেরকে একই পদ্ধতিতে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে। এক্ষেত্রে, আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরবর্তীতে বাংলাদেশে  বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে।
 
ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি, বাংলাদেশ ব্যাংক নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার/সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কোম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দিয়েছে। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না। এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগ প্রস্তাবনা বিবেচনায় ক্ষেত্রে শেয়ার/সিকিউরিটিজের সোয়াপ অনুপাত বিশ্বব্যাপী উত্তম চর্চার সাথে সংগতিপূর্ণ হতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer