Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

‘জওয়ান’ সিনেমা ঘিরে ‘মানহানি’ মামলা করবেন নয়নতারা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৭, ২২ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

‘জওয়ান’ সিনেমা ঘিরে ‘মানহানি’ মামলা করবেন নয়নতারা

ফাইল ছবি

সিনেমা হলে ‘জওয়ান’ সিনেমা মুক্তি পাওয়ার পর বেশ খেপেছেন এ সিনেমার নায়িকা নয়নতারা। দক্ষিণী এ তারকা নাকি মানহানির মামলা করবেন–এমনটাই জানিয়েছেন অভিনেত্রীর মুখপাত্র।

নয়নতারার জন্ম ভারতের বেঙ্গালুরুতে। পুরো নাম ডাইয়ানা মারিয়াম কুরিয়ান। ক্যারিয়ারের শুরু থেকেই কাজ নিয়ে থাকতে পছন্দ করেন। তামিল, তেলেগু, মালয়ালম চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই পেয়ে গেছেন জনপ্রিয়তা।

এ জনপ্রিয়তার সূত্র ধরেই বলিউডের প্রথম সিনেমাতেই কাজ করেছেন বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে। মুক্তি পাওয়া সিনেমায় শাহরুখ ও নয়নতারার রসায়নও নজর কেড়েছে দর্শকের মনে

গত ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত সিনেমা ‘জওয়ান’। মুক্তি পাওয়া এ সিনেমায় কী এমন দেখেছেন নয়নতারা, যাতে এ ইস্যু মামলা পর্যন্ত গড়াতে পারে? টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, নয়নতারা ‘জওয়ান’ সিনেমা সাইন করতে রাজি তখনই হয়েছিলেন, যখন তাকে জানানো হয় তিনিই এ সিনেমার নায়িকা।
 
কিন্তু সিনেমা হলে মুক্তি পাওয়া ‘জওয়ান’ দেখার পর নয়নতারা উপলব্ধি করেন, এ সিনেমায় তাকে তেমন গুরুত্ব দেয়া হয়নি। পুরো সিনেমাতেই প্রাধান্য পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই নাকি খেপেছেন অভিনেত্রী। এমন খবর অন্তর্জালে ছড়াচ্ছে কিছু টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল। তাই ওইসব  টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

এদিকে সম্প্রতি ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা। বলিউডে অভাবনীয় সাফল্যের জন্য ‘জওয়ান’ সিনেমার টিমের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন দক্ষিণী এ তারকা।

উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান, নয়নতারা, দীপিকা পাড়ুকোন  ছাড়াও সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, লেহর খান, সঞ্জীতা ভট্টাচার্যের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরাও অভিনয় করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer