Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩১, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জয় করলেন রিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মুকুট জয় করলেন রিয়া

ফাইল ছবি

গতকাল রাজস্থানের জয়পুরে বসেছিল ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র জমকালো আসর। সেই আসর থেকেই বেছে নেয়া হয় বিজয়ীকে। ১৯ বছর বয়সি রিয়া সবাইকে তাক লাগিয়ে মুকুট ছিনিয়ে নেন।

ভারতীয় প্রতিনিধি রিয়াকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা। এই বিজয় রিয়ার কাছে অনেক বড় পাওয়া

আবেগী হয়ে মঞ্চে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। অভিব্যক্তি প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে রিয়া সিং বলেন, ‘আজ মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর মুকুট জয় করেছি। আমি খুবই কৃতজ্ঞ। এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক কাজ করেছি। এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করতে পারি। আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি।’

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর বিচারকের দায়িত্ব পালন করেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিজয়ের পর রিয়াকে তাজমহল মুকুট পরিয়ে দেন এই অভিনেত্রী। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন— ‘এ বছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত।’

‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন— সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো।

রিয়া ২০২২ সালে গুজরাটের মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন। তিনি পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। রিয়া জনপ্রিয় ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে। তার বাবা-মা দু’জনেই রিয়ার স্বপ্ন এবং ক্যারিয়ারের জন্য সাপোর্ট করেছেন। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করেন রিয়া। ১৬ বছর বয়সে ডিভা'স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটি শিরোপাই জয় করেছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer