Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে ‘লাপতা লেডিস’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে ‘লাপতা লেডিস’

ফাইল ছবি

এ বছর ভারত থেকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে অভিনেতা কিরণ রাও পরিচালিত বহুল আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’। ২৯টি সেরা বাছাই ছবির মধ্যে থেকে আমির খানের সাবেক এই পত্নীর ছবিটিকে বেছে নিয়েছে ভারতীয় ফিল্ম ফেডারেশন

সোমবার ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘২০২৫ সালে অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে ভারত থেকে প্রতিযোগিতা করবে ‘লাপতা লেডিস’।” সেখানে ছবিটি সম্পর্কে লেখা হয়েছে, ‘‘সমর্পণ এবং কর্তৃত্ব বোধের সংমিশ্রণে তৈরি ভারতীয় নারী। শক্তিশালী চরিত্রদের মাধ্যমে ‘লাপতা লেডিস’ সেই বক্তব্যকেই তুলে ধরেছে।”

সংস্থার দাবি, ছবিটি শুধুমাত্র ভারতীয় মহিলা নয়, সারা বিশ্বের মহিলাদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছে।

‘লাপতা লেডিস’ যে অস্কারে দেশের প্রতিনিধিত্ব করতে পারে, তা নিয়ে সম্প্রতি আশা প্রকাশ করেছিলেন কিরণ। সোমবার সুখবর পাওয়ার পর তিনি বলেন, ‘আমাদের ছবিটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ায় আমি গর্বিত। এই সম্মান আমাদের গোটা দলের নিরলস পরিশ্রমের ফলাফল। আশা করি, ভারতের মতোই একই ভাবে সারা বিশ্বের দর্শকের মনে ছবিটা জায়গা করে নেবে।’

আগামী বছর অস্কার-দৌড়ে নাম লিখিয়েছিল ২৯টি ছবি। প্রতিযোগীদের মধ্যে ছিল ‘অ্যানিম্যাল’, ‘শ্রীকান্ত’, তামিল ছবি ‘বাজহাই’, মালয়ালম ছবি ‘অট্টম’ এবং চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি জয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ় লাইট’। তবে জানু বড়ুয়ার অধীনস্থ জুরি বোর্ড শেষ পর্যন্ত ‘লাপতা লেডিস’কেই বেছে নিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer