Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২২ ১৪৩১, সোমবার ০৬ জানুয়ারি ২০২৫

গুলিবিদ্ধ গোবিন্দকে নেওয়া হয়েছে আইসিইউতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

গুলিবিদ্ধ গোবিন্দকে নেওয়া হয়েছে আইসিইউতে

ফাইল ছবি

বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নিজের বন্দুকের গুলিতেই জখম হয়েছেন তিনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টা ৪৫ নাগাদ। এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা। মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ। তার ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। বর্তমানে আশঙ্কামুক্ত আছেন এই তারকা।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। বলেছেন, তার ভক্ত, বাবা-মা ও তার গুরুর আশীর্বাদ তাকে এ যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ বলেছেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।’


তার ম্যানেজার আরও জানান, চিকিৎসকরা তাকে গভীর পর্যবেক্ষণ করছেন। তাই আপাতত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাকে বাসায় পাঠানো হবে।

বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার সকালে নিজের বন্দুকের গুলিতেই জখম হয়েছেন তিনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর ৪টা ৪৫ নাগাদ। এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা। মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন গোবিন্দ। তার ম্যানেজার জানিয়েছেন, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। বর্তমানে আশঙ্কামুক্ত আছেন এই তারকা।

হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক অডিও বার্তা পাঠিয়েছেন গোবিন্দ। বলেছেন, তার ভক্ত, বাবা-মা ও তার গুরুর আশীর্বাদ তাকে এ যাত্রায় রক্ষা করেছে। অডিও বার্তায় গোবিন্দ বলেছেন, ‘আমি একটি বুলেটের আঘাতে আহত হয়েছিলাম। বুলেট বের করা হয়েছে। আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে আপনারা যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদেরও ধন্যবাদ জানাই।’

তার ম্যানেজার আরও জানান, চিকিৎসকরা তাকে গভীর পর্যবেক্ষণ করছেন। তাই আপাতত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাকে বাসায় পাঠানো হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer