Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২২ ১৪৩১, বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪

ঢাকায় প্রামাণ্যচিত্র ‘আরটি ডক: টাইম অব আওয়ার হিরোস’ প্রদর্শিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ৭ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ঢাকায় প্রামাণ্যচিত্র ‘আরটি ডক: টাইম অব আওয়ার হিরোস’ প্রদর্শিত

ছবি- সংগৃহীত

ঢাকায় প্রামাণ্যচিত্র ‘আরটি ডক: টাইম অব আওয়ার হিরোস’ প্রদর্শিত হয়েছে। ৬ নভেম্বর ২০২৪, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে আরটি ডকুমেন্টারি টিভি চ্যানেলের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসবের দ্বিতীয় দিনে বিভিন্ন শ্রেণি ও পেশার চলচ্চিত্রমোদীরা এ প্রদর্শনী উপভোগ করেন। 

অনুষ্ঠায় ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পি দভইচেনকভ বলেন, ‘এই উৎসব দর্শকদের শুধু গুরুত্বপূর্ণ সামাজিক ও ঐতিহাসিক বিষয়ের সঙ্গেই পরিচয় করিয়ে দেয় না, বরং তরুণ পরিচালকদের তাদের নিজস্ব কাজ তৈরি করতেও অনুপ্রাণিত করে। রাশিয়ার সংস্কৃতি ও শিল্পের প্রতি এমন আগ্রহ দেখে আমরা আনন্দিত।

উৎসবের বিশেষ অতিথি আরটি ডকের সম্পাদক একাতেরিনা শুভনায়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রামাণ্যচিত্র নির্মাণের ওপর মাস্টার ক্লাস নেন। তিনি নতুন আরটি প্রকল্প সম্পর্কে কথা বলেছেন - artel.doc পোর্টাল, যেখানে বিভিন্ন ভাষায় ৫০০ টিরও বেশি ডকুমেন্টারি রয়েছে।

উৎসবের দ্বিতীয় দিনে, নিম্নলিখিত চলচ্চিত্রগুলি দেখানো হয়: "ডনবাস: ইয়েস্টারডে, টুডে, টুমরো" (লেখক: তাতিয়ানা বোর্শ), "ডনবাস। ইকোস অব ওয়ার" (লেখক: একাতেরিনা কিতায়েৎসেভা, দিমিত্রি ক্রুস্তালিওভ), "উই আর রাশিয়া!" (লেখক: একাতেরিনা কোজাকিনা, দিমিত্রি খ্রুস্তালিওভ, আন্তন মেশচেরিয়াকভ) এবং "ডনবাস ভলান্টিয়ার্স ইউনাইটেড স্ট্রেংথ" (লেখক: একাতেরিনা কিতায়েৎসেভা, রুসলান গুসারভ)। 

প্রদর্শনী শেষে এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। মাস্টার ক্লাসে অংশগ্রহণকারীদের সনদ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer