Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৫ ১৪৩১, সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪

গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চাইলেন মামুনুর রশীদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২০ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চাইলেন মামুনুর রশীদ

ফাইল ছবি

দায়িত্ব নেওয়ার মাত্র এক মাসের মাথায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ। 

মঙ্গলবার আহ্ববায়ক কমিটির প্রধান মামুনুর রশীদের সই করা চিঠিতে বলা হয়েছে, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজ করতে গিয়ে তাদের সমস্যা হচ্ছে।

মামুনুর রশীদ গণমাধ্যমে বলেন, ‘ফেডারেশনের সাধারণ সভায় এই আহ্বায়ক কমিটি করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় কমিটির সঙ্গে কাজের জায়গাটায় আমাদের মিলছে না।’

বিষয়টি ব্যাখ্যা করে আহ্বায়ক কমিটির সদস্য মলয় ভৌমিক বলেন, আহ্বায়ক কমিটি যখন গঠন করা হয়েছিল তখন বলা হয়েছিল ফেডারেশন পুনর্গঠনের জন্য সব সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিই নেবে, কিন্তু সেটা হচ্ছে না। পদ্ধতিগত কিছু সংঘাত তৈরি হয়েছে। এই কারণেই আমরা অব্যাহতি চেয়েছি।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সভায় অভিনেতা-নির্দেশক মামুনুর রশীদকে প্রধান করে ফেডারেশন পুনর্গঠন ও সংস্কারের জন্য পাঁচ সদস্যের আহ্ববায়ক কমিটি গঠন করা হয়। 

এ কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মলয় ভৌমিক, আহমদ ইকবাল হায়দার, নাদের চৌধুরী ও নাজনীন হাসান চুমকি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer