Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৮ ১৪৩১, বুধবার ২২ জানুয়ারি ২০২৫

দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ১৩ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ

ফাইল ছবি

দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিন।সম্প্রতি তারা শুটিংয়ের সময় ‍দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। 

পোস্টে তিনি বলেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’

কলাকুশলীরা এখন সুস্থ আছে বলেও জানিয়েছেন অমি। তিনি বলেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তবে অপূর্ব, ফারিন বা পাভেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তারা কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাও জানা যায়নি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer