Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২২ ১৪৩১, সোমবার ০৬ জানুয়ারি ২০২৫

বিয়ের ছবি প্রকাশ করলেন তাহসান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৪ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

বিয়ের ছবি প্রকাশ করলেন তাহসান

ফাইল ছবি

কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবরে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। গায়ে হলুদের বেশকিছু ছবি শেয়ার করে অনেকে প্রিয় গায়ককে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে জানানো হয়েছে পাত্রীর পরিচয়ও। তবে এ বিষয়ে মন্তব্য না করে আজ সকালে তাহসান বলেন, সন্ধ্যায় চমক আসছে। সেই চমক হিসেবেই কি আজ সন্ধ্যায় বিয়ের ছবি পোস্ট করলেন তিনি।

জানা গেছে, গতকাল গায়ে হলুদ সম্পন্ন হয়েছে, আজ সন্ধ্যায় হয়েছে বিয়ে। শনিবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশও করছেন তাহসান। একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’।

আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার পর তাহসান ও রোজা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer