Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২ ১৪৩১, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানের ওপর হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলি খানের ওপর হামলা

ফাইল ছবি

গভীর রাতে বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে সাইফ আলি খানের ওপর আক্রমণ করেছে অজ্ঞাত ব্যক্তি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে তিনি বিপদমুক্ত রয়েছেন বলেই জানা গেছে।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৩০ মিনিটে সাইফের বান্দ্রার বাড়িতে ঘটনাটি ঘটে। সেসময় অভিনেতা পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাচ্ছিলেন।

দুষ্কৃতকারী একাধিকবার সাইফের ওপর ছুরি নিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। আপাতত তিনি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রের খবর।

তবে কী কারণে এমন হামলা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ চুরি করতে ঢুকেছিল আর সেই সময়ে অভিনেতা জেগে ছিলেন। প্রতিরোধ করাতেই হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কী তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer