ফাইল ছবি
অবশেষে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ্যে আনল অস্কার কমিটি। লস অ্যাঞ্জেলসের দাবানলের জেরে দু-বার তালিকা প্রকাশ পেছালেও অবশেষে ২৩টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এবারের আসরে মনোনীত সিনেমাগুলোর মধ্যে সেরার দৌঁড়ে এগিয়ে আছে আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ অভিনীত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমাটি সর্বাধিক ১৩ বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে।
ক্ষমতার লড়াই ,অপরাধ আর প্রতিশোধের খেলা। এমন অন্ধকার জগত থেকে বেরিয়ে এসে নতুন পরিচয়ে জীবন শুরু করতে চায় মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজ। কিন্তু পুরোনো পরিচয় তার পিছু ছাড়ে না। এমন একাধিক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প অবলম্বনে নির্মিত সিনেমা 'এমিলিয়া পেরেজ'।
ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের সিনেমাটি অস্কারে এবার বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে।
দ্বিতীয় সর্বাধিক ১০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ব্লকবাস্টার ছবি ‘উইকেড’। এছাড়া বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সেরা চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে আছে আনোরা, দ্য ব্রুটালিস্ট, আ কমপ্লিট আননোনসহ মোট ১০টি সিনেমা।
এবারই ক্যারিয়ারে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন ৬২ বছর বয়সী বলিউড তারকা ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পান তিনি।
এদিকে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ১৮০টি সিনেমার মধ্যে ট্রফি দখলের দৌঁড়ে জায়গা করে নিয়েছে ৫টি সিনেমা। ভারতীয় শর্ট ফিল্ম অনুজার পাশাপাশি স্থান পেয়েছে 'এলিয়েন', 'আই অ্যাম নট আ রোবটসহ আরও দুটি শর্ট ফিল্ম।
মনোনয়ন চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কাদের হাতে উঠবে এবারের অস্কার , তা জানার অপেক্ষায় সিনেপ্রেমিরা। দর্শকদের এ অপেক্ষার প্রহর ফুরাবে আগামী ২ মার্চ। ওই দিন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৭তম অস্কারের জমকালো আসর।