ফাইল ছবি
টাঙ্গাইলে একটি প্রসাধন পণ্যের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনির যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখানে তার যাওয়া বাতিল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন এই নায়িকা।পরীমনি তার ফেসবুকে লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় নাকি!!!’
তিনি আরও লিখেছেন, ‘পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে!? Insecure feel হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা!?’
ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও লিখেছেন, ‘ কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা?’
শিল্পীদের প্রতি এমন আচরণের জন্য সবাইকে দায়ভার নিতে হবে বলেও মন্তব্য করেন এই চিত্রনায়িকা।
শনিবার রাত ১০টা ৩১ মিনিটে দেওয়া স্ট্যাটাসে আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত ১ লাখ ২৮ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য জমা হয়েছে ৫০ হাজার ৪শ। আর ৫ হাজার ৯শ বার শেয়ার হয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন ধরে টাঙ্গাইলে শোরুম উদ্বোধনের খবর ফেসবুকে প্রচার করছিলেন পরীমনি। জানিয়েছিলেন, তিনি এদিন নিজে উপস্থিত থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ডের টিন মার্কেট শোরুমের উদ্বোধন করবেন। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শোরুমটির উদ্বোধনের কথা ছিল। কিন্তু চিত্রনায়িকা পরীমণি আসার খবর পেয়ে স্থানীয় অনেকের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। একপর্যায়ে পরীমণিকে ঠেকাতে প্রস্তুতি নেন তারা। চাপের মুখে পরীমণিকে আর সেখানে নিতে পারেননি শোরুম কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ দিন ধরে এলেঙ্গায় টিন মার্কেটে শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমণি উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মাইকিং করে আসছিল। বিষয়টি নিয়ে গত দুই-তিন ধরে হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। পরীমণিকে যাতে এলেঙ্গার মাটিতে না আনা হয়, এ নিয়ে আন্দোলনসহ অবস্থান কর্মসূচির ঘোষণার দেন তারা।
পরীমণির উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে স্থানীয় থানার পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন হেফাজতে ইসলামের নেতাসহ স্থানীয় মুসল্লিরা। এ ছাড়া নায়িকাকে ঠেকাতে পদক্ষপ নিতে বিভিন্ন মসজিদে জুমার খুৎবার আগে আলোচনা হয়। শোরুমটির উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল, এলেঙ্গায় ততই উত্তাপের আভাস পাওয়া যাচ্ছিল। একপর্যায়ে শোরুম কর্তৃপক্ষ বিভিন্ন চাপের মুখে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।