Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২২ ১৪৩১, বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই : শাওন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ২ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই  : শাওন

ফাইল ছবি

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, ‘পহেলা ফেব্রুয়ারি, অমর একুশে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথাসহ বইমেলা উদ্বোধনের ছবি।

প্রেস সচিব শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে এসব কথা বলেন শাওন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব সফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিনশট জুড়ে দিয়ে এসব কথা বলেন তিনি।

স্ক্রিনশটটিতে সফিকুল আলমের পোস্টকৃত কয়েকটি ছবি দেখা যায়। বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলতে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে দেখা যায়, ‘শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ।’

তবে এ সংক্রান্ত কোনো পোস্ট প্রেস সচিবের ভেরিফায়েড আইডিতে খুঁজে পাওয়া যায়নি।

মেহের আফরোজ শাওন পোস্টে উল্লেখ করেন, ‘মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন। কিন্তু তিনি ফেসবুকে নিজ দেয়ালে নিচের ছবি দিয়ে উনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন।’

তিনি আরো বলেন, ‘হায়… তবে কি বাংলাদেশ ২.০ এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন! ভাগ্যিস… এই বইমেলা দেখার জন্য হুমায়ূন আহমেদ নেই…’। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer