Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩১, শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫

অভিনেত্রী শাওনকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০৮:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

অভিনেত্রী শাওনকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

ছবি- সংগৃহীত

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত‌ ৮টা ২০ মিনিটের দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিনেত্রী শাওনকে রাজধানীর ধানমন্ডি থেকে থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে ডিবিপ্রধান বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer