
ফাইল ছবি
বলিউডের অন্দরে সব তারতার সঙ্গে দেখা যায় জনপ্রিয় এই ইনফ্লুয়েনসারকে। এমনকী আম্বানি পরিবারের সঙ্গেও রয়েছে তার দারুণ সখ্য। জনপ্রিয় এই বলি ইনফ্লুয়েনসারকে আটক করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে।
একই অভিযোগে আটক হয়েছেন আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরির আরও ৭ বন্ধু। তারাও সে সময় ওরির সঙ্গে আটক করে পুলিশ। ইতোমধ্যে তাদের নামে একটা মামলা দায়ের হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বৈষ্ণোদেবী মন্দিরের অদূরে এক হোটেলে বসে বন্ধুদের নিয়ে মদ্যপান করেছিলেন ওরি। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের অনিভূতিতে আঘাত হেনেছে বলেও দাবি উঠেছে। সেই হোটেল এলাকায় এর আগে থেকে মদ্যপান এবং আমিষ খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল।
কিন্তু সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে মদ্যপান করে গেছেন ওরি। এই অভিযোগেই আটক হয়েছেন তিনি।এই ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করেছে ভারতীয় পুলিশ। ওই আটজনকে নোটিশও পাঠানো হয়েছে।