Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩২, শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫

মৃত্যুর দৃশ্যের মধ্য দিয়ে ‘সিআইডি’ ছাড়ছেন এসিপি প্রদ্যুমন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ৭ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

মৃত্যুর দৃশ্যের মধ্য দিয়ে ‘সিআইডি’ ছাড়ছেন এসিপি প্রদ্যুমন

ছবি- সংগৃহীত

দীর্ঘ ২২ বছর ধরে চলছে ভারতীয় টিভির জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো ‘সিআইডি’। লম্বা সময় ধরে যার অন্যতম জনপ্রিয় চরিত্রগুলো হলো এসিপি প্রদ্যুমন, অভিজিৎ এবং দয়া। তবে এবার সেই টিভি শো নিয়েই জানা গেল দুঃখের এক সংবাদ।

আর সেটি হলো ‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমনকে আর দেখা যাবে না। বিষয়টি খুলে বললে, ‘সিআইডি’ থেকে চিরতরে সরে যেতে চলেছেন এসিপি প্রদ্যুমন চরিত্রের অভিনেতা শিবাজি সাতম। আর এ খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো মন ভেঙেছে দর্শকদের। তবে এর কারণ নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ভারতীয় গণমাধ্যম বলছে, জনপ্রিয় ক্রাইম থ্রিলার শো-এ খুব শিগগির একটি বড় মোড় দেখতে পাবেন দর্শকেরা। যেখানে মারা যাবেন এসিপি প্রদ্যুমন; আর তার মৃত্যু দিয়েই ‘সিআইডি’ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন এসিপি প্রদ্যুমন অর্থাৎ অভিনেতা শিবাজি সাতম। অভিনেতার ‘সিআইডি ২’ ছাড়ার এই খবর প্রকাশ করে লিখেছে সনি এন্টারটেইনমেন্ট- ‘ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা- ‘রেস্ট ইন পিস এসিপি।’

পোস্টটি প্রকাশ হতেই মাথায় বাজ পড়ার উপক্রম তার ভক্তদের। অনেকে ধরে নিয়েছেন- মারা গিয়েছেন এই অভিনেতা। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়। তিনি শুধু অভিনয় থেকেই বিদায় নিচ্ছেন। কিন্তু সেটাও, মেনে নিতে পারছেন না তারা।

এসিপি প্রদ্যুমন চরিত্রটি আগামী পর্বে একটি বোমা বিস্ফোরণের দুর্ঘটনায় মারা যাবে। পর্বটির শুটিংও ইতোমধ্যে শেষ। খুব তাড়াতাড়িই এটা সম্প্রচারিত হবে। এদিকে শোনা যাচ্ছে, অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই শো ছাড়ছেন অভিনেতা। তাই এর মধ্যেই নতুন ‘এসিপি’র খোঁজ শুরু করেছে প্রযোজনা সংস্থা।‌ তবে শিবাজিকে ছাড়া এই শোয়ের জনপ্রিয়তা কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer