
ফাইল ছবি
ফের হত্যার হুমকি দেয়া হলো বলিউড অভিনেতা সালমান খানকে। এবার মুম্বইয়ের ওরলিতে পরিবহন বিভাগে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সালমান খানকে তার বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে হত্যা করা হবে এবং তার গাড়িতে বিস্ফোরণ ঘটানো হবে। স্বাভাবিকভাবেই এই হুমকি বার্তার পর বলিউড অভিনেতার নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে ওরলি থানায় মামলা রুজু হয়েছে। যে নম্বর থেকে মেসেজ করা হয়েছে সেই নম্বরটিও ট্র্যাক করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
গত কয়েক বছর ধরে, বিশেষ করে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর, সালমানকে একাধিকবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। গত বছরের ১৪ এপ্রিল, দুই বাইক আরোহী সালমান খানের বান্দ্রার বাসভবনের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল একটি ফেসবুক পোস্টে গুলি চালানোর দায় স্বীকার করে। মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকের হত্যার নেপথ্যেও ছিল এই বিষ্ণোইয়ের দল। ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ সালমান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।
কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাথে সালমানের বিরোধ দীর্ঘদিনের এবং অতীতে অভিনেতাকে একাধিকবার হুমকিও দিয়েছে সে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে এই বিরোধের সূত্রপাত, কারণ বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে মনে করে। বলিউড তারকাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১৮ জন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বছরের নভেম্বরেও খুনের হুমকি পেয়েছিলেন সালমান । তারপর থেকেই তারকাকে ঘিরে থাকে কড়া নিরাপত্তা বলয়। গুলি চালানোর ঘটনার পর তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে। অভিনেতা তার বাসভবনের নিরাপত্তাও ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন।
সূত্রের খবর, সালমানের বাড়ির জানালাগুলো এখন বুলেটপ্রুফ। তার বাড়িতে একটি উচ্চ-প্রযুক্তিযুক্ত নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি আশেপাশের যেকোনো রহস্যময় কার্যকলাপ শনাক্ত করার জন্য একটি উচ্চ-রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।