Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

সনাতন হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪১, ৬ এপ্রিল ২০১৬

আপডেট: ০০:২০, ২১ এপ্রিল ২০১৬

প্রিন্ট:

সনাতন হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

ছবি-বহুমাত্রিক.কম

নওগাঁ : বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে সনাতন প্রামাণিককে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নওগাঁ জেলা শাখা। বুধবার দুপুরে শহরের ব্রিজের মোড় স্বাধীনতা ভাস্কর্যের সামনে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নওগাঁ শাখার সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন সাহা সভাপতিত্বে অনুষ্ঠিত এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির নওগাঁ পৌর কমিটির আহ্বায়ক অনিল কুমার দাশ, সদস্য সচিব দিপেস চন্দ্র বিশ্বাস, প্রণব রঞ্জন বাসক প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে সনাতনের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে এ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল পরিবারের লোকজনকে নিয়ে রাতে গ-গ্রাম আদি কালিমন্দিরে হরিবাসর অনুষ্ঠান দেখতে যান সনাতন। সেখানে এলাকার বখাটেরা তাঁর ভাগনিকে উত্ত্যক্ত করেন। সনাতন এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বখাটেরা তাঁকে ছুরিকাঘাত করে।

পরে ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় শাজাহানপুর থানায় পর দিন চারজনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় রাজীব ও রনি নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্য আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer