Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

কাশিমপুর কারাগারে আম পাড়া নিয়ে তুলকালাম: আহত ৫

মো. আলফাজ উদ্দীন, গাজীপুর থেকে

প্রকাশিত: ১৮:০৯, ২৩ মে ২০২১

আপডেট: ১৬:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

কাশিমপুর কারাগারে আম পাড়া নিয়ে তুলকালাম: আহত ৫

ছবি- বহুমাত্রিক.কম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বহিরাগতদের আম পাড়তে বাঁধা দেওয়ায় কারারক্ষীদের ওপর হামলা ঘটনা ঘটেছে। এতে পাঁচ কারারক্ষী আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার কোনাবাড়ি থানায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মে) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- কারারক্ষী এরশাদ হোসেন, মো. সুজন খান, পারভেজ হোসেন, হারুন অর রশিদ ও মিজান খান।

গ্রেপ্তারকৃরা হলেন- গাজীপুরের কোনাবাড়ির এঞ্জেল গেট এলাকার বাসিন্দা ময়মনসিংহের ত্রিশালের কুদ্দুস রহমানের ছেলে মো. নাঈম (২০) এবং কোনাবাড়ি হরিণের চালা এলাকার বাসিন্দা রাজশাহীর মোহনপুর ফুলশর এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. করিম (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ জামান (১৯)।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, শনিবার দুপুরে নাঈম, করিম ও মোহাম্মদ জামানসহ অজ্ঞাত কয়েকজন কারাগারের পূর্ব পাশের সীমানা প্রাচীরের ভেতরে প্রবেশ করে। এ সময় কারারক্ষী এরশাদ হোসেন তাদের বাধা দিতে গেলে তাকে মারধর করে তারা বাইরে চলে যায়। পরে কারারক্ষীরা প্রাচীরের বাইরে গেলে আসামিরা তাদের লাঠি-সোটা দিয়ে হামলার পর ইট-পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় কারারক্ষী এরশাদ মাথায় আঘাত পাওয়াসহ কয়েকজন কারারক্ষী আহত হন।

আহতদের উদ্ধার করে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে এরশাদকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কানিজ ফাতেমা জানান, এ ঘটনায় শনিবার রাতে কারারক্ষী এরশাদ হোসেন বাদী হয়ে কোনাবাড়ি থানায় মামলা করেছেন। পরে রাতে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer