Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩১, সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

ওমরাহ যাত্রীকে টিকা দেবে সরকার : লাগবে পাসপোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ২৫ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

ওমরাহ যাত্রীকে টিকা দেবে সরকার : লাগবে পাসপোর্ট

ফাইল ছবি

ওমরাহ যাত্রীদের সর্দি-কাশি ও অণুজীবের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব যাত্রার আগে মেনিনজাইটিস টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ টিকা সংগ্রহে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। পাসপোর্ট দেখিয়ে নেওয়া যাবে মেনিনজাইটিসের টিকা।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে আট হাজারের মতো টিকা আছে। আরও টিকা সংগ্রহের চেষ্টা চলছে। মেনিনজাইটিস টিকার কোনো সংকট থাকবে না।

ডা. জাফর বলেন, আমরা বিনামূল্যে টিকা দেব না। টিকা কিনতে হবে বেসরকারি পর্যায় থেকে। আমরা একটি কোম্পানির সঙ্গে কথা বলছি। তাদের কাছে ৪০ হাজার মজুত আছে। মার্চের মধ্যে আরও ৯০ হাজার উৎপাদন করবে। অন্যান্য কোম্পানির সঙ্গেও কথা বলছি। তাদের অনেকে আমদানি করে, আবার কেউ দেশেই উৎপাদন করে।

তিনি বলেন, টিকা প্রয়োগে নির্দিষ্ট কেন্দ্র ঠিক করে দেওয়া হবে। টাকা দিয়ে টিকা নেওয়া যাবে। পাসপোর্ট সঙ্গে আনতে হবে। টিকা গ্রহণকারীর একটি সনদ দেবে সিভিল সার্জন অফিস। টিকা গ্রহণ-সংক্রান্ত সব তথ্য সংরক্ষণ করা হবে অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখায়। এটি বিমানবন্দর থেকে দেখা যাবে। অটোমেশনের কাজটি জানুয়ারির মধ্যেই শেষ হবে।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওমরাহ কিংবা ভিজিট ভিসায় সৌদি আরব গেলে তাদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। তবে সৌদি আরবে কাজের জন্য গেলে এটি দরকার হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer