ময়মনসিংহ জেলার তিনটি উপজেলার দুর্গম চরাঞ্চলের দশ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় নির্মিত পরানগঞ্জ ২০ শয্যার হাসপাতালটি বিগত ২২ বছরেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। জনবল কাঠামো অনুমোদন না পাওয়ায় এবং যন্ত্রপাতি না থাকায় এটি শুধু নামেই হাসপাতাল। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে দুর্গম এলাকার লোকজন দুর্ভোগেই রয়ে গেছে।