Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

এনটিসি’র চা বাগানের গুদাম থেকে সার চুরি : থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ২০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

এনটিসি’র চা বাগানের গুদাম থেকে সার চুরি : থানায় মামলা

ছবি- সংগৃহীত

ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর মদনমোহনপুর চা বাগানের গুদাম থেকে ১৩ হাজার ৩ শত কেজি সার চুরির অভিযোগ উঠেছে। সার চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা করেন বাগান ব্যবস্থাপক। মামলার আসামি করা হয় চা বাগানের টিলা হেডক্লার্ক জয়প্রকাশ কৈরী ও গুদামের স্টোর কিপার রাধেশ্যাম কাহারকে।

এ ঘটনার জেরে চা বাগানের প্রধান ব্যবস্থাপক সোহাগ আহমেদকে সাময়িক বরখাস্ত করেছে ন্যাশনাল টি কোম্পানী। গত ১৭ নভেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম (বার)।

মদনমোহনপুর চা বাগান সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর চা বাগানের স্টোর ভিজিট করতে আসেন ন্যাশনাল টি কোম্পানির প্রধান কার্যালয়ের অডিট দল। এ সময়ে সেখানে রক্ষিত চালানের ৩৮০ বস্তা ইউরিয়া, টিএসপি সার এর জায়গায় ১১৪ বস্তা সারের হিসাব দেখাতে পারলেও অবশিষ্ট ২৬৬ বস্তা সারের হিসাব দিতে বাগানের টিলা হেডক্লার্ক ও স্টোর কিপার ব্যর্থ হন। ফলে অডিট দল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এ ঘটনায় প্রধান ব্যবস্থাপক সোহাগ আহমেদ বাদী হয়ে বাগানের স্টোর কিপার ও টিলা হেডক্লার্কের বিরুদ্ধে থানায় মামলা করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 

এঘটনায় গত ১৭ নভেম্বর মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান, পিপিএম (বার) মদনমোহনপুর চা বাগানের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী, মদনমোহনপুরর চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

বাগান ব্যবস্থাপকের দায়েরকৃত মামলায় কমলগঞ্জ থানা পুলিশ আসামী ধরতে মদনমোহনপুর চা বাগানে গেলে স্টোর কিপার ও টিলা হেডক্লার্কের লোকজন বাগানে পাগলা ঘন্টা বাজিয়ে পুলিশকে ধাওয়া দেয়। এপরিস্থিতিতে পুলিশ আসামী রেখে পালিয়ে যায়। এ বিষয়ে মদনমোহনপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক তকদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চা বাগানের কর্মচারী ও সচেতন শ্রমিকরা জানান, এনটিসি’র চা বাগান সমুহে শুধু সার কেলেঙ্কারিই নয় নানা অনিয়ম দুর্ণীতিতেও ভরপুর হয়েছে। কোম্পানীর সার, তেলসহ বিভিন্ন মালামাল গায়েব হচ্ছে। এছাড়া চা পাচার ও সেকশনের বৃক্ষরাজিও শুন্য হচ্ছে। এতে চা বাগান সমুহে লোকসনা গুণতে হচ্ছে এবং অদূর ভবিষ্যতে বন্ধ হওয়ারও উপক্রম হচ্ছে।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer