ছবি- সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজনি গ্রামের জনতা ইটভাটার সামনে ৭ বিঘা জমির পেঁপে গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
এই ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন পেঁপে ক্ষেতের মালিক লাউজনি মহাজের পাড়ার মৃত মমিনুল হক এর ছেলে মোহাইমেনুল হক (৫৫)।
মোহাইমেনুল হক জানান, তিনি ৭ বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছেন। গাছগুলোতে সবে মাত্র ফলন এসেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতের কোনো এক সময় বাগানের প্রায় ৩৫শত পেঁপে গাছ কেটে দিয়েছে। এতে তার আনুমানিক ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কিছুদিন আগে তার ১২ বিঘা জমির মাছের ঘেরের পাড় কেটে দিয়ে আনুমানিক ১০ লক্ষ টাকার মাছ বের করে দিয়েছে স্থানীয় একটা চক্র।এসব ঘটনায় প্রতি বার থানায় অভিযোগ দায়ের করলেও একটি ঘটনারও কোনো সুরাহা করতে বা আসামি ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
এই বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।