ছবি: বহুমাত্রিক.কম
বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সরকারি রাস্তার গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা। খবর পেয়ে কাটা গাছের অংশ বিশেষ জব্দ করেছে বন বিভাগ। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, গত রোববার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা-পয়সারহাট সড়কে উত্তর চাঁদত্রিশিরা টেম্পু স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগের লাগানো কয়েকটি চাম্বল গাছ কেটে নেয় দলিল উদ্দিন বখতিয়ারের ছেলে স্থানীয় প্রভাবশালী ইলিয়াস বখতিয়ারসহ কয়েকজন।
যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা। স্থানীয়রা ইলিয়াসকে সরকারি গাছ কাটায় বাঁধা দিলেও তাদের কথা না শুনে তড়িঘড়ি করে কাটা গাছগুলো সরিয়ে ফেলে। এর পূর্বেও ইলিয়াস বখতিয়ার ওই রাস্তা থেকে গাছ কেটে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডল রোববার সকালেই ঘটনাস্থলে যান। গাছ কাটার সত্যতা স্বীকার করে তিনি বলেন, কাটা গাছের অংশ হিসেবে ৬ পিস গাছ জব্দ করেছেন। এব্যাপারে মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
বহুমাত্রিক.কম