Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১ ১৪৩১, বুধবার ১৫ জানুয়ারি ২০২৫

ইমাম-মোয়াজ্জিন-পুরোহিতদের মাসিক ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ২১ আগস্ট ২০২৩

প্রিন্ট:

ইমাম-মোয়াজ্জিন-পুরোহিতদের মাসিক ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার

ছবি- সংগৃহীত

রাজ্যের ইমাম, মোয়াজ্জিনদের ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তাদের প্রতিমাসে ৫০০ রুপি করে ভাতা বাড়ানো হয়েছে। একই সাথে পুরোহিতদের মাসিক ভাতাও ৫০০ রুপি বাড়ানো হয়েছে।

সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম, মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, '২০১২ সালে ইমাম, মোয়াজ্জেমদের জন্য ভাতা চালু হয়েছিল। এই ভাতার অর্থ ওয়াকফ বোর্ড বণ্টন করীকেও রাজ্য সরকার তা প্রদান করে। আমাদের মন আছে, কিন্তু আমাদের খুব কষ্ট করে অর্থের ব্যবস্থা করতে হয়। আমার ক্ষুদ্র সামর্থ অনুযায়ী ইমাম, মোয়াজ্জিনদের জন্য ৫০০ রুপি করে ভাতা বাড়ালাম, পুরোহিতদের ভাতাও ৫০০ রুপি করে বাড়ানো হলো।'

বর্তমানে ইমামরা প্রতিমাসে ভাতা পান ২৫০০ রুপি, মোয়াজ্জিনরা মাসিক ভাতা পান ১০০০ রুপি। অন্যদিকে পুরোহিতরা প্রতিমাসে ভাতা বাবদ পান ১০০০ রুপি। সরকারি এই সিদ্ধান্তের ফলে ইমামরা এবার থেকে প্রতি মাসে ভাতা বাবদ পাবেন ৩০০০ রুপি, অন্যদিকে মোয়াজ্জিন এবং পুরোহিতরা মাসিক ১৫০০ রুপি করে ভাতা পাবেন।

এই দিনের সমাবেশ থেকে নতুন করে ৭০০টি আনএডেড মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন 'রাজ্যের ৩০৭ টি আনএডেড মাদ্রাসা- যেগুলি নিজেদেরকে নিবন্ধন করেছিল তাদেরকে আমরা আগেই স্বীকৃতি দিয়েছিলাম। এরকম আরো প্রায় ৭০০ আনএডেড মাদ্রাসাকে আমরা চলতি বছরে স্বীকৃতি দেব। ইতিমধ্যেই তার জরিপ শুরু হয়েছে। রাজ্যে অনেক ফারজি মাদ্রাসা আছে, আমরা তাদেরকেও বলেছি নিবন্ধন করতে। সেক্ষেত্রে সেই সব মাদ্রাসার কয়েক লাখ শিক্ষার্থী সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পাবে।'

পাশাপাশি কোন সংখ্যালঘু ছেলে মেয়েরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে সরকার পাঁচ লাখ রুপি করে দেবে বলেও এদিন ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

জাতিগত সংঘর্ষ নিয়ে মমতার পর্যবেক্ষণ অভিমত, 'হিন্দুরাও দাঙ্গা করে না, মুসলিমরাও দাঙ্গা করে না। কিন্তু আমি দেখেছি সংখ্যালঘু ভাই-বোনেরা তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আমি বলবো তারা যেন বোকামি না করে। কারণ ওটাই ওদের (বিজেপি) টার্গেট। উত্তেজনা বাড়িয়ে দিয়ে তোমাদের মেরে দিয়ে ওরা চলে যাবে। কেউ কেউ বলবে সংখ্যালঘুরা সন্ত্রাসবাদী। এনআইএ'এর মতো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি দিয়ে তদন্তে করিয়ে কারাগারে পাঠিয়ে দেবে।'

এদিনের এই সংখ্যালঘু সমাবেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। তার দাবি 'মনে রাখবেন বিজেপি আর মাত্র ৬ মাস ভারতে থাকবে, তারপরে আর থাকবে না। বিজেপিকে হারানোর জন্য যা যা করার দরকার আমরা করবো। আমার পেটে এখন একটাই খিদে বিজেপি হটাও, ইন্ডিয়া বাঁচাও। বিজেপি হটাও দেশ বাঁচাও।'

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer