ছবি- সংগৃহীত
জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানের ভাষণে বিশ্বাসের সঙ্কট কাটাতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতিতে যে বিশ্বাসের সঙ্কট তৈরি হয়েছিল, যুদ্ধে সেই ক্ষত আরো বড় হয়েছে।
আমরা যদি করোনাকে হারাতে পারি, তাহলে এই সঙ্কটও আমরা কাটিয়ে উঠতে পারব। মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে হবে।নরেন্দ্র মোদি বলেন, ভারতে ৬০টির বেশি শহরে ২ শতাধিক বৈঠক হয়েছে জি ২০ নিয়ে। ভারতের প্রস্তাব ছিল আফ্রিকান ইউনিয়নকে যাতে জি ২০-র সদস্যপদ দেয়া যায়।
সবার সমর্থন নিয়ে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আসন গ্রহণ করতে বলেন মোদি।তিনি বলেন, দিল্লিতে আড়াই হাজার বছর পুরনো একটি স্তম্ভে লেখা রয়েছে মানবজাতির কল্যাণের কথা। এই সম্মেলনে সেই বার্তা আরো বেশি বাস্তবায়িত করার আবেদন জানায়।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে সম্মেলনস্থল ভারত মন্ডপমে বিশ্বনেতাদের স্বাগত জানান নরেন্দ্র মোদি। এবারই প্রথম দক্ষিণ এশিয়ায় এত বড় একটি সম্মেলন হচ্ছে।