ছবি- সংগৃহীত
ভারতের ছত্তিসগড়ে বিধানসভার নির্বাচনে ভোট চলছে। এরই মধ্যে সুকমার টোন্ডামার্কা এলাকায় বোমা বিস্ফোরণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সিআরপিএফ কোব্রা ব্যাটালিয়নের এক সেনা আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানায়, এ বিস্ফোরণের পেছনে নকশাল বা মাওবাদীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার ছত্তিসগড়ের ৯০টি আসনের মধ্যে ২০ টি আসনে ভোট হচ্ছে। এরমধ্যে ১২টি আসন বাস্তার অঞ্চলের। এসব অঞ্চলগুলোতে মাওবাদীদের প্রভাব থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অঞ্চলগুলোতে ৬০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
২০১৮ সালের নির্বাচনে এই ২০ আসনের মধ্যে কংগ্রেস ১৭টিতে আর বিজেপি দুটি আসনে জয়লাভ করে।একইদিনে দেশটির আরেক রাজ্য মিজোরামেও সকাল ৭টা থেকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে ভোট চলছে। ভোট উপলক্ষে রাজ্যের সীমানা সিল করে দেয়া হয়েছে।