Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৯ জুন ২০২৪

প্রিন্ট:

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

ছবি- সংগৃহীত

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে আরও ২৯ জন মন্ত্রী শপথ নেবেন। তবে এ সময় পুরো মন্ত্রিপরিষদ শপথ নেবে না। খবর এনডিটিভির।  

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মোদির নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে ৭৮ থেকে ৮১ জন থাকবেন।

এবারের লোকসভা নির্বাচনে ২৯২টি আসনে জয় পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এনডিএ সরকার গড়লেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে তারা চাপে রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer