Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৭ ১৪৩১, মঙ্গলবার ০২ জুলাই ২০২৪

ভারতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১৭ জুন ২০২৪

প্রিন্ট:

ভারতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫

ছবি- সংগৃহীত

ভারতের আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২৫ জন। ‍

সোমবার সকালে দার্জিলিং জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে শিয়ালদহ রুটে। 

স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানায়, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর (সাবেক টুইটার) হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিংয়ে ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer