ছবি- সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবারসকালে হেলিকপ্টারটি মুম্বাইয়ের জুহু থেকে তেলেঙ্গানার হায়দারাবাদে যাচ্ছিল। পথে পুনের পৌরি এলাকায় এটি দুর্ঘটনার কবলে পড়ে।
বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ক্যামেরায় ধরে পড়ে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হেলিকপ্টারটি পৌরি এলাকার আকাশে চক্কর দিচ্ছে এবং হঠাৎ করেই সজোরে মাটিতে পড়ে বিধ্বস্ত হয়।