ফাইল ছবি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে নতুন করে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।শনিবার স্থানীয় সময় সকালে রাজ্যের জিরিবাম জেলায় এ সহিংসতার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে নির্জন স্থানে একা বসবাস করতেন এক ব্যক্তি। বিচ্ছিন্নতাবাদীরা বাড়িতে ঢুকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেছে তাকে।
তিনি আরো জানান, এ হত্যাকাণ্ডের পর জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে পাহাড়ে দুই যুদ্ধরত সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। যার ফলে পাহাড়ের তিন বিচ্ছিন্নতাবাদীসহ সশস্ত্র চার ব্যক্তি নিহত হয়েছেন।এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।