Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৬ ১৪৩১, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

ভারতে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ৮ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

ভারতে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

ফাইল ছবি

ভারতের লক্ষ্ণৌ শহরে ধসে পড়া একটি তিনতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। গতকাল শনিবার বিকেলে ভবনটি ধসে পড়ে।

কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার ভারতের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে আট জনের মরদেহ বের করে আনা হয়েছে। আরও ২৮ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা আরও মরদেহ খোঁজার জন্য মাটিতে গর্ত খোঁড়ার ভারি যন্ত্র ব্যবহার করছেন। বাণিজ্যিক ভবনটিতে একটি গুদাম ও গাড়ি মেরামতের গ্যারেজসহ বেশ কয়েকটি ছোট প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।  

এই ভবনের একটি অফিসে কাজ করতেন আকাশ সিং। তিনি বলেন, একটি পিলারে ফাটল ধরতে দেখছিলাম। এই ভয়ে নিচ তলায় চলে যাই। হঠাত করেই পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।’

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এবং ঘটনার সময় কিছু নির্মাণ কাজ চলছিল।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে এই ঘটনাকে 'হৃদয়বিদারক' বলে অভিহিত করেন।নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer