Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৪ ১৪৩১, বুধবার ২৯ জানুয়ারি ২০২৫

চলে গেলেন রতন টাটা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫, ১০ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

চলে গেলেন রতন টাটা

ছবি- সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের অন্যতম শিল্পপতি রতন টাটা। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খবর আনন্দবাজার পত্রিকা’র 

রোববার রাতে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিল যে, রতন টাটাকে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও দাবি করা হয়েছিল, আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

কিন্তু সোমবার সকালেই সব জল্পনা উড়িয়ে দিয়ে শিল্পপতি নিজেই জানিয়েছিলেন, সব খবর ভুয়ো। বরং বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। এর পর বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর মিলল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer