Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৬ ১৪৩১, বুধবার ২৩ অক্টোবর ২০২৪

কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলায়’ চিকিৎসকসহ নিহত ৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৭, ২১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলায়’ চিকিৎসকসহ নিহত ৬

ছবি- সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার গগনগিরে একটি নির্মাণস্থলে ‘সন্ত্রাসীদের’ গুলিতে একজন চিকিৎসক এবং পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।রোববার সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ‘অ-স্থানীয়’ শ্রমিকদের ওপর হামলাকে ‘বর্বর ও কাপুরুষোচিত’ বলে অভিহিত করেছেন।
 
এনডিটিভি জানিয়েছে, ‘সন্ত্রাসীরা’ একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর গুলি চালায়, যারা গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিলেন। হামলাকারীদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। 

জম্মু ও কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লেখা হয়েছে, ‘গঙ্গাঙ্গির, গান্ডারবালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।’
 
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ‘ভয়াবহ সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন। এক্স-এ দেয়া এক পোস্টে মন্ত্রী জানান, ‘নিরীহ শ্রমিকরা’ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিযুক্ত ছিলেন।
 
তিনি বলেন, ‘আমি জম্মু ও কাশ্মীরের গগনগির, সোনামার্গের নিরীহ শ্রমিকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, যারা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে নিযুক্ত ছিল।’ 
\পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন লেখেন, ‘আমি শহীদ শ্রমিকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং এই কঠিন সময়ে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer