Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে বাস, নিহত ৩৬

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ৪ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে বাস, নিহত ৩৬

ছবি- সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ আসনের বাসটি সোমবার পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আলমোড়া মারচুলার কাছে বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুরুতর অবস্থায় তিনজনকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer