Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১২ ১৪৩১, রোববার ২৬ জানুয়ারি ২০২৫

ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে: দিল্লি হাইকোর্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২৫ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে: দিল্লি হাইকোর্ট

ফাইল ছবি

যৌন নির্যাতনের শিকার, অ্যাসিড হামলায় আক্রান্ত ও ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে ভারতের সব সরকারি এবং বেসরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

১৬ বছরের এক কিশোরীর ধর্ষণের মামলার শুনানি শেষে বিচারপতি প্রতিভা এম সিং এবং অমিত শর্মার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আদালত বলেছেন, সব সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিককে যৌন হেনস্থার শিকার, ধর্ষিতা, অ্যাসিড আক্রান্ত অভিযোগকারীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে

দিল্লি হাইকোর্টের আদেশে বলা হয়েছে, সব হাসপাতালকে বাইরে বোর্ড টাঙিয়ে রাখতে হবে এবং এই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত ইস্যুতে প্রত্যেককে ওয়াকিবহাল করতে হবে। এমনকি নির্যাতিতা যদি এইডস আক্রান্ত হন তাহলেও তাকে ফেরানো যাবে না।

আদালত আরো বলেছেন, সঙ্কটজনক পরিস্থিতি হলে কোনো পরিচয়পত্র ছাড়াই ভর্তি করতে হবে। পাশাপাশি কোনো নির্যাতিতার যদি শারীরিক-মানসিক চিকিৎসার প্রয়োজন হয়, কাউন্সিলিংয়ের দরকার পড়ে, তারও পরিষেবা দিতে হবে হাসপাতালগুলোকে।

দিল্লি হাইকোর্ট যে মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন, তাতে ১৬ বছরের নির্যাতিতাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল চিকিৎসা পাওয়ার জন্য। এই ঘটনার পুনরাবৃত্তি চান না আদালত। সেই কারণে কড়া নির্দেশ দেয়া হয়েছে হাসপাতালগুলোকে। সব মিলিয়ে মোট ১৬টি গাইডলাইন তৈরি করেছেন দিল্লি হাইকোর্ট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer