Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২৫ ১৪৩১, বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘোষণা

প্রকাশিত: ১০:১১, ৮ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন ঘোষণা

ফাইল ছবি

দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ও ফল ঘোষণার দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে এবং ফল প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি। 

মঙ্গলবার রাজধানী নয়াদিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার। 

তিনি বলেন, ভোট গ্রহণ হবে এক দিন– ৫ ফেব্রুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ১৭ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতাপত্র জমা দিতে পারবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। নয়াদিল্লি ও আশপাশের এলাকায় মোট ভোটার সংখ্যা ১ কোটি ৫৫ লাখের বেশি। এবারের বিধানসভা নির্বাচনে তরুণ ভোটার হিসেবে যুক্ত হচ্ছেন দুই লাখের বেশি, যা দিল্লির ইতিহাসে প্রথম। এনডিটিভি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer