Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ১৩ ১৪৩১, সোমবার ২৭ জানুয়ারি ২০২৫

এবার পশ্চিমবঙ্গ থেকে ৯ জন পেলেন পদ্মশ্রী পুরস্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ২৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২৯, ২৬ জানুয়ারি ২০২৫

প্রিন্ট:

এবার পশ্চিমবঙ্গ থেকে ৯ জন পেলেন পদ্মশ্রী পুরস্কার

ফাইল ছবি

প্রতি বছরের মতো ২০২৫ সালেও ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হয়ে গেলো। এ বছর পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে গায়ক, মিউজিশিয়ান, খেলোয়াড়, ঢাকিসহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত পরিচিত-অপরিচিত মুখ মিলিয়ে মোট ১৩৯ জন। তার মধ্যে পশ্চিমবঙ্গের নয়জন ভারতের সর্বোচ্চ সম্মান পদ্মশ্রীতে ভূষিত হতে চলেছেন।

শনিবার রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চলতি বছরের পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

দেশটির অন্যতম বেসামরিক এই সম্মানের তালিকায় পশ্চিমবঙ্গের পরিচিত মুখদের মধ্যে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়, নৃত্যশিল্পী মমতা শংকর, ঢাক বাদক গোকুল চন্দ্র দাস, ব্যবসায়ী পবন গোয়েঙ্কা, ব্যবসায়ী সজ্জন ভজাঙ্কা, স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, সরোদ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং সমাজকল্যাণমূলক কাজের জন্য বিনায়ক লোহানি।

পুরস্কার বিজয়ীদের মধ্যে নারী রয়েছেন ২৩ জন। এছাড়া, বিদেশি বা প্রবাসী ভারতীয় রয়েছেন ১০ জন এবং মরণোত্তর সম্মানিত করা হবে ১৩ জনকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer