Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৫ ১৪৩১, রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫

২৬ বছর পর দিল্লিতে বিজেপি জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রিন্ট:

২৬ বছর পর দিল্লিতে বিজেপি জয়

ছবি- সংগৃহীত

দীর্ঘ ২৬ বছর পর দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এক দশক ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টিকে (আপ) পরাজিত করতে যাচ্ছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেট থেকে জানা যায়, দিল্লির বিধানসভায় মোট আসন ৭০টি। শনিবার ভোট গণনা শুরু হওয়ার ৬ ঘণ্টা পর জানা যায়, মোট ৪৭টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আর বাকি ২৩ আসনে এগিয়ে আছে আপ। তবে দিল্লির এক সময়ের শাসক দল ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) কোনো আসনই পাচ্ছে না বলে জানা যাচ্ছে।

আপ প্রধান অরভিন্দ কেজরিওয়াল ও তার সরকারের উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া হেরেছেন বলে জানা গেছে। কেজরিওয়াল হেরেছেন বিজেপি নেতা পরবেশ সাহিব সিংয়ের কাছে। তবে বর্তমান মুখ্যমন্ত্রী, আপ নেতা অতিষি মারলেনা কালকাজি আসন থেকে জয়লাভ করেছেন। তিনি বিজেপি নেতা রমেশ বিধুরিকে হারিয়েছেন।

বিজেপির জয়কে স্বাগত জানিয়েছেন দলটির নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দেওয়ায় আমার সব ভাইবোন-বোনদের আমি স্যালুট ও অভিনন্দন জানাই। আমি মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ।’

মোদি আরও বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, দিল্লিবাসীর ভালোভাবে বসবাসের জন্য দিল্লির সার্বিক উন্নয়নে কমতি রাখব না।আমরা নিশ্চিত করতে চাই, উন্নত ভারত বিনির্মাণে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer