
ফাইল ছবি
ভারতের মণিপুর প্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন এন বীরেন সিং।গত প্রায় ২ বছর ধরে বিভিন্ন সময়ে উত্তাল ছিল মণিপুর। রোববার প্রদেশের রাজধানী ইম্ফলে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে পদত্যাগপত্র দিয়েছেন বীরেন সিং।
এন বীরেন সিং তার পদত্যাগ পত্রে লিখেছেন, ‘মণিপুরের মানুষের সেবা করতে পেরে আমি সম্মানিত। কেন্দ্রকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করা, উন্নয়ন, একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের বাস্তবায়নের জন্য আমি ধন্যবাদ জানাই। আগামীতেও কেন্দ্র যাতে একই পথে হাঁটে সেজন্য অনুরোধ করছি।’
গত প্রায় দুই বছর ধরে জাতিগত সংঘর্ষে মণিপুর উত্তাল। একাধিকবার রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে কংগ্রেস। এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবিও করেছে তারা।যদিও সে সময়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াননি বিজেপির এই নেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের দাবিম খুব শিগগিরই মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল কংগ্রেস। আর বীরেন সিংয়ের নেতৃত্বে খুশি ছিল না বিজেপি বিধায়কদেরই একাংশ। তাই এই পরিস্থিতিতে নিজেই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বীরেন।