![ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি](https://www.bahumatrik.com/media/imgAll/2018September/manipur-2502132245.jpg)
ফাইল ছবি
ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে গত রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।
ইন্ডিয়া টুডে বলছে, ভারতের সংবিধানের ১৭৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাজ্য বিধানসভাগুলোকে তাদের শেষ অধিবেশনের ছয় মাসের মধ্যে আবার অধিবেশন আহ্বান করতে হবে। মণিপুরে শেষ বিধানসভা অধিবেশন বসেছিল গত বছরের ১২ আগস্ট। বুধবার পরবর্তী অধিবেশন আহ্বানের সময়সীমা ছিল। মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা সোমবার থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশন বাতিল করেন।
এন বীরেন সিংয়ের পদত্যাগের আগে মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা-চিন্তা করছিল কংগ্রেস। ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে, এমনই আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না। বৈঠকে তাঁকে সে কথা বলেও দেন শাহ।
গত দেড় বছরের বেশি সময় ধরে গোষ্ঠীসংঘর্ষে অশান্ত মণিপুর। এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন আরও অনেকে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বার বারই প্রশ্ন উঠেছে।
গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বীরেন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছিলেন, ২০২৫ সালে রাজ্যে স্বাভাবিকতা ফিরবে। ফেরাবেন তিনিই। অথচ সেই আশ্বাসের মাসখানেকের মাথায় পদত্যাগ করলেন বীরেন।