Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২২ ১৪৩১, রোববার ০৬ এপ্রিল ২০২৫

কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা : সন্দেহভাজন আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৫ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

কানাডায় ভারতীয় নাগরিককে ছুরিকাঘাতে হত্যা : সন্দেহভাজন আটক

ছবি- সংগৃহীত

কানাডার রাজধানী অটোয়ার কাছাকাছি রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার সকালে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় এক সন্দেহভাজনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। দূতাবাস জানিয়েছে যে, তারা নিহত ব্যক্তির পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করছে।

পুলিশ জানিয়েছে, এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।ঘটনার পর এক্সে দেওয়া দেয়া এক পোস্টে কানাডায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, অটোয়ার কাছাকাছি রকল্যান্ডে এক ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় একটি কমিউনিটি অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিহত ব্যক্তির পরিবারকে যতটা সম্ভব সহায়তা দিচ্ছি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, শনিবার সকালে ক্ল্যারেন্স-রকল্যান্ড এলাকায় একজন নিহত এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এটি দূতাবাস যে ঘটনার কথা বলছে সেটিই কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সিবিসি নিউজ জানিয়েছে, অন্টারিও প্রাদেশিক পুলিশ রকল্যান্ড এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে যে এলাকায় পুলিশের উপস্থিতি বাড়তে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer