Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩২, শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলার ‘কল্পনাতীত জবাব’ দেয়ার হুমকি মোদির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ২৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট:

কাশ্মীর হামলার ‘কল্পনাতীত জবাব’ দেয়ার হুমকি মোদির

ফাইল ছবি

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিহারে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে পহেলগামে বন্দুক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নরেন্দ্র মোদিসহ উপস্থিত সবাই নীরবতা পালন করেন

ভাষণে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাদের চিকিৎসা চলছে, তারা যাতে দ্রুত সুস্থতা কামনা করি। তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে।’

মোদি বলেন, ‘এই হামলায় কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে কথা বলতেন, কেউ কেউ ছিলেন মরাঠি, আবার কেউ বিহারের সন্তান। কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপরই হয়নি; দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে।

হামলাকারীদের ‘কল্পনাতীত শাস্তি’ দেয়ার হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ‘যারা এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।’
 
বিহারের সরকারি অনুষ্ঠান থেকে মোদি আরও বলেন, ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে।শুরু থেকেই হিন্দিতে ভাষণ দিলেও এক পর্যায়ে ইংরেজিতে বক্তব্য শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে। তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে। তাদের মদতদাতাদেরও শাস্তি দেবে।

মঙ্গলবার পহেলগামে বন্দুক হামলায় অন্তত ২৬ জনের মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। প্রতিবেদন মতে, হামলায় জড়িতদের বিরুদ্ধে ‘প্রত্যাঘাতের দাবি’ উঠতে শুরু করেছে। মোদিও আশ্বস্ত করেছেন, হামলায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer