Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩১, শুক্রবার ০৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় ফিরলেন পিটার হাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ২৭ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

ঢাকায় ফিরলেন পিটার হাস

ফাইল ছবি

শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা ১২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি।

আসন্ন দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার পরদিন ১৬ নভেম্বর হঠাৎ শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়েন পিটার হাস। বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। এরই মধ্যে তার শ্রীলঙ্কা সফর নিয়ে নানান আলোচনা শুরু হয়

অবশ্য ঢাকায় যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের দাবি, পিটার হাস ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।

পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer