Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১২ ১৪৩১, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪

দু’দিনের সফরে ২১ জুন ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ১৪ জুন ২০২৪

প্রিন্ট:

দু’দিনের সফরে ২১ জুন ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

চলতি মাসেই দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ ও ২২ জুন এই সফর করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান শুক্রবার গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,  সফরকালে প্রধানমন্ত্রী তিস্তাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানি ভাগাভাগিসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি অনুযায়ী ২১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছাবেন তিনি। পরদিন ২২ জুন টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসবেন। সেদিনই দেশে ফেরার কথা রয়েছে তার।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানায়, ভারতের লোকসভা নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে চলতি জুনের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাবেন- এমনটা কূটনৈতিক চ্যানেলে আগেই মোটামুটি স্থির ছিল। সফরের খুঁটিনাটি ঠিক করতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা ইতিমধ্যে দু’বার ঢাকা ঘুরে গেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer