Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৭ ১৪৩১, শনিবার ২২ জুন ২০২৪

মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ৯ দিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৫ জুন ২০২৪

প্রিন্ট:

মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ৯ দিন

ছবি- সংগৃহীত

ঈদ উল আজহার ছুটির কারণে চুয়াডাঙ্গার রেলওয়ে শুল্ক স্টেশনে মালামাল খালাস বন্ধ থাকবে সাত দিন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী আন্তঃদেশীয় ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ বন্ধ থাকবে ৯ দিন। তবে, এসময় পাসপোর্টধারী যাত্রীরা জয়নগর ও গেদে হয়ে ভারতে যাতায়াত করতে পারবেন।

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন সোমা এতথ্য জানিয়েছেন।

স্টেশন মাস্টার নাজমা ইয়াসমিন সোমা জানান, ঈদ উল আজহা উপলক্ষে দর্শনা শুল্ক স্টেশনের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ছুটি কার্যকর শুরু হয়েছে গত ১৩ জুন। চলবে ১৯ জুন। ২০ জুন থেকে শুল্ক স্টেশনের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ২২ জুন থেকে চলাচল করবে। মৈত্রী এক্সপ্রেস চলাচল না করলেও পাসপোর্টধারী যাত্রীরা জয়নগর ও গেদে হয়ে যাতায়াত করতে পারবেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer