Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৩ ১৪৩১, রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সেন্টমার্টিন থেকে ২ বিজিপি ও ৩৩ রোহিঙ্গাকে পুশব্যাক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ৬ জুলাই ২০২৪

প্রিন্ট:

সেন্টমার্টিন থেকে ২ বিজিপি ও ৩৩ রোহিঙ্গাকে পুশব্যাক

ছবি- সংগৃহীত

টেকনাফের সেন্টমার্টিনে আশ্রয় নেওয়া দুই বিজিপি সদস্যসহ ৩৩ রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে। শুক্রবার বিকালে তাদের পুশব্যাক করা হয়। শুক্রবার ভোরে সাগরপথে মিয়ানমারের মংডু থেকে ইয়াংগুন শহরে যাওয়ার পথে বোটের ইঞ্জিন বিকল হয়ে ৩৩ জন আশ্রয় নেন সেন্টমার্টিনে।

অনুপ্রবেশকারীদের মধ্যে বিজিপির এক ক্যাপ্টেন, একজন সার্জন, ১০ জন পুরুষ, ১০ জন নারী এবং ১১ শিশু ছিলো। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, যে রোহিঙ্গারা দ্বীপে এসেছিলেন তাদের পুশব্যাক করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিনে কিছু রোহিঙ্গা ভিড়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে বিজিবি বা কোস্টগার্ডের কেউ অবগত করেননি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer