ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা-ছবি: সংগৃহীত
নতুন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নতুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়।
ভারতের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’
প্রণয় ভার্মা বলেন, ‘দুই দেশের জন্য প্রযোজ্য শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষা অর্জনের জন্য আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবো’।