Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৭ ১৪৩১, মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪

মঙ্গলবার বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রিন্ট:

মঙ্গলবার বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

ফাইল ছবি

মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্তে বৈঠক করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকারা এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার শুধু দুইজনের মধ্যেই বৈঠকটি হতে যাচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারা বৈঠকে বসবেন। 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ গত কয়েক দশকে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেননি।’

ইতিমধ্যে ৫৭ জনের বহর ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আজ সোমবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। আগামী শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেয়ার কথা আছে।

অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ড. ইউনূস। এখানে সাইড লাইনে বিশ্বনেতাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer